Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

গণহত্যা দিবসে বাকৃবিতে শিশু-কিশোরদের সৃজনশীল শ্রদ্ধা নিবেদন

গণহত্যা দিবসে বাকৃবিতে শিশু-কিশোরদের সৃজনশীল শ্রদ্ধা নিবেদন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণহত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিশু-কিশোর কাউন্সিলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে আয়োজিত ওই প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. সামছুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version