Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

গাজায় বর্বর হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

গাজায় বর্বর হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

বাকৃবি প্রতিনিধি: গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান দমন-পীড়নের প্রতিবাদে এবং ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “আমরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা, গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে ৭ এপ্রিল বিশ্বব্যাপী ধর্মঘটে অংশ নিচ্ছি। বিশ্বব্যাপী গাজা ইস্যুতে ডাকা ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা সোমবার, ৭ এপ্রিল ক্লাস, ল্যাবসহ সকল স্বাভাবিক কার্যক্রম থেকে বিরত থাকব।”

বিবৃতিতে আরো বলা হয়, “আমরা নীরব থাকতে পারি না যখন একটি জনগোষ্ঠীকে বোমা মারা হচ্ছে, না খাইয়ে মারা হচ্ছে, এবং নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু অনলাইনে না, বাস্তবেও আমরা একসাথে দাঁড়াব ও প্রতিবাদ করবো। আমরা বাকৃবি-র সকল শিক্ষার্থী এবং দেশের অন্যান্য শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে শিক্ষার্থীরা আরো জানায়, “গণহত্যা শেষ না হওয়া পর্যন্ত, আমাদের আন্দোলন চলবে।”

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version