Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আবু সাঈদ হত্যাকাণ্ড: অস্ত্রধারী শামীম হাসান ছোটন পুলিশের জালে

আবু সাঈদ হত্যাকাণ্ড: অস্ত্রধারী শামীম হাসান ছোটন পুলিশের জালে

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদের হত্যার দিন ১৬ জুলাই ক্যাম্পাসে ছাত্র-জনতার উপর অস্ত্র হাতে হামলার ঘটনায় যুবলীগ নেতা শামীম হাসান ছোটনকে গ্রেফতার করেছে তাজহাট মেট্রো থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তার বিচারের দাবি জানিয়ে আসছিলেন।

উল্লেখ্য, ১৬ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার সময় ছোটনের হাতে অস্ত্র ছিল বলে একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়। সেই হামলায় নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

শিক্ষার্থীরা এই গ্রেফতারকে ন্যায়বিচারের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন এবং বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

/এমএ

Exit mobile version