Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

‘মার্চ ফর গাজায়’ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহন

'মার্চ ফর গাজায়' সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহন

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনীর গণহত্যা যেন বিশ্ব মানবতাকে ভুলুন্ঠিত করেছে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ফিলিস্তিনি মুসলমানদের উপর গণহত্যা চালিয়েছে ইসরায়েলী দখলদার বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশে  ইসরায়েলের বর্বরতম গণহত্যা ও আগ্রাসনে বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ করছে। 

তারই ধারাবাহিকতায় আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান ইসরায়েলী বাহিনীর গণহত্যা বন্ধের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ প্রতিবাদ সমাবেশ করে। 

আর এ কর্মসূচিতে অংশ নিতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা ২১ ফুট লম্বা ফিলিস্তিনি পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে  সোহরাওয়ার্দী উদ্যানে যায়। 

আজ শনিবার ( ১২ এপ্রিল)  বিকাল ৩টায় শুরু হয় মার্চ ফর গাজা সমাবেশ। তবে সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বেলা সাড়ে ১২টার  দিকেই কলেজ ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে। 

এসময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ফ্রি ফ্রি প্যালেস্টাইন ল; গাজায় হামলা কেন, জাতি সংঘ জবাব দে; ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে ইত্যাদি স্লোগান দেন৷

জয়েল আজ্জম/এমএ

Exit mobile version