Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

প্রথম বাংলাদেশি হিসেবে সাইকেল নিয়ে অন্নপূর্ণা জয় জাবির তোজাম্মেলের

প্রথম বাংলাদেশি হিসেবে সাইকেল নিয়ে অন্নপূর্ণা জয় জাবির তোজাম্মেলের

জাবি প্রতিনিধি: সাইকেল নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্নপূর্ণা জয় করেন জাবির সাবেক শিক্ষার্থী তোজাম্মেল হোসেন মিলন। 

নেপালের হিমালয় অঞ্চলের একটি বিশ্ববিখ্যাত ট্রেকিং রুট অন্নপূর্ণা সার্কিটে সাইকেল ভ্রমণে প্রথম বাংলাদেশি হিসেবে জয় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪২ ব্যাচের তোজাম্মেল হোসেন মিলন। 

১৭ই মার্চ, ২০২৫ নেপালের কাঠমান্ডুর ডুমর থেকে যাত্রা শুরু করেন। পাহাড়ের কণ্টকাকীর্ণ পথ, নানা চড়াই উতরাই, পাথর ও বরফের চ্যালেঞ্জ ও বন্ধুর পথ পাড়ি দিয়ে দীর্ঘ ১৭ দিন পর ২ এপ্রিল সকাল ৬.১৫ মিনিটে প্রথম বাংলাদেশি এবং বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাইকেল নিয়ে অন্নপূর্ণা সার্কিটে সামিট করেন। 

ভবিষ্যতে তিনি সাইকেল নিয়ে নেপালের সাতটি পর্বত, পামীর মালভূমি ও পাকিস্তানের বিখ্যাত কারাকোরাম হাইওয়ে ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান। এছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড তিন দেশ মিলে যে ক্রসকান্ট্রি হাইওয়ে রয়েছে তাতেও তিনি ভ্রমণ করতে চান। সামনে এ ধরনের ভ্রমণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে রাজউক উত্তরা মডেল কলেজে গণিত লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো.আরিফ হোসেন/এমএ

Exit mobile version