Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

রাবিতে নানা আয়জনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত

রাবিতে নানা আয়জনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি আজ পহেলা বৈশাখ ১৪৩২ ঐতিহ্যবাহী বাংলা নববর্ষের এই দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। 

জনসংযোগ কর্মকর্তা প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  এদিন সকাল ৯টায় চারুকলা চত্বরে মুক্তমঞ্চে বর্ষবরণের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আর উপস্থিত ছিলেন  উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, চারুকলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, লিগ্যাল সেলের প্রশাসক প্রফেসর মো. আব্দুর রহিম মিয়া প্রমুখ। 

বেলা ১০টায় অনুষ্ঠিত হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এটি চারুকলা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়সহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বর্ষবরণের কর্মসূচিতে আরো আছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও নিজ নিজ কর্মসূচির মাধ্যমে বর্ষবরণ উদযাপন করে।

মাফুজুর রহমান ইমন/এমএ

Exit mobile version