মো. এ কে নোমান, নওগাঁ: ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘কাফন মিছিল’ করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল।
গতকাল বৃহস্পতিবার আন্দোলনকারীরা এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী, এদিন সারাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ন্যায় একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের পর বেলা আড়াইটার দিকে শহীদ মিনারের সামনে থেকে কাফন মিছিলটি বের হয়।
শিক্ষার্থীদের অনেকের মাথা ও দেহে কাফনের কাপড় বাঁধা ছিল। তাঁরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল—‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও’ ইত্যাদি।
মিছিলটি ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের পাটালির মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন।
শিক্ষার্থীরা জানান, “আমরা সচিবালয়ে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছিলাম। গতকাল শিক্ষা উপদেষ্টার আহ্বানে কর্মসূচি শিথিল করেছিলাম। কিন্তু বৈঠকে গিয়ে দেখি, উপদেষ্টা নেই, সচিবও নেই। তাই আমরা এসি কক্ষের সেই বৈঠক প্রত্যাখ্যান করেছি।”
তাঁরা আরও বলেন, “আমাদের দাবি আদায় না হলে এমন কর্মসূচি গ্রহণ করব, যাতে জনদুর্ভোগ না হয়—কিন্তু প্রশাসনকে বার্তা দেবে।”
এর আগে গত বুধবার নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। পরদিন বৃহস্পতিবার তাঁরা দেশব্যাপী রেলপথ অবরোধের ঘোষণা দিলেও শিক্ষামন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের কারণে তা শিথিল করা হয়।
তবে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও সচিব খ ম কবিরুল ইসলাম অনুপস্থিত থাকায় অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদল বৈঠক করে। বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত এ বৈঠক চলে। কিন্তু এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সারাদেশের ন্যায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মশাল মিছিল করেন।
/এমএ