Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বেরোবিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল: অভিযুক্ত শিক্ষকদের বরখাস্তের দাবি শিক্ষার্থীদের

বেরোবিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল: অভিযুক্ত শিক্ষকদের বরখাস্তের দাবি শিক্ষার্থীদের

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্তদের বরখাস্ত ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতির দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা মশাল মিছিল শুরু করেন। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তারা একযোগে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। স্লোগানে উঠে আসে— “আমার বোনের সম্মান ফিরিয়ে দাও”, “উই ওয়ান্ট জাস্টিস”, “যৌন হয়রানির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “প্রশাসন জবাব চাই” প্রভৃতি।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শিবলী সাদিক বলেন, “শিক্ষকরা হচ্ছেন পিতৃতুল্য। অথচ তাঁদের হাতেই যদি আমাদের বোনেরা যৌন নিপীড়নের শিকার হন, তা সমাজের জন্য লজ্জাজনক ও অপমানজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এখনো কোনো তদন্ত শুরু করেনি? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের অব্যাহতি ও বরখাস্ত চাই।”

আরেক শিক্ষার্থী রাকিব বলেন, “শিক্ষকদের দ্বারা যৌন হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও জোরালো আন্দোলন হবে। প্রয়োজনে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে নামবেন বলেও জানান।

উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এসব ঘটনায় প্রশাসনের নিরবতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

/এমএ

Exit mobile version