Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ভর্তিচ্ছুদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে ছাত্রদলের প্রতিবাদ ও সহায়তা প্রদান

ভর্তিচ্ছুদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে ছাত্রদলের প্রতিবাদ ও সহায়তা প্রদান

ববি প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার (২৫ এপ্রিল)। ভর্তিচ্ছুদের থেকে সিএনজি এবং বাসচালক দ্বারা অতিরিক্ত ভাড়া আদায় কালে তাৎক্ষনিক প্রতিবাদ এবং ভর্তিচ্ছুদের জন্য সহায়তা কেন্দ্র চালু করেছে ববি শাখা ছাত্রদল।

জানা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে বিভিন্ন যায়গা থেকে আগত শিক্ষার্থী এবং তাদের অভিভাবক হতে অটো-সিএনজি চালকরা ন্যায্য ভাড়া থেকে ২০ টাকা বেশি দাবি করে। এখবর জানা মাত্রই ববি শাখা ছাত্রদল প্রতিবাদ করে এবং ন্যায্য ভাড়া ৩০ টাকা করে নিতে বাধ্য করে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অস্থায়ী সহায়তা কেন্দ্র চালু করেছে ববি ছাত্রদল। মানবিক সহায়তা কেন্দ্রে রয়েছে বিশুদ্ধ পানীয় জল, কলম ও পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম, ওরস্যালাইন । এছাড়া পরীক্ষার বিভিন্ন তথ্য, বাসস্থান, প্রয়োজনীয় জিনিস রাখার স্থান এবং যাতায়াত সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য চালু করা হয়েছে তথ্য ও দিকনির্দেশনা সেল। শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য রাখা হয়েছে নির্ধারিত বিশ্রামস্থল ও ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখার নিরাপদ স্থান। এতে অভিভাবকদের মাঝেও স্বস্তির ছাপ দেখা গেছে।

ছাত্রদল কর্মী আজমাইন সাকিব জানান, গ-ইউনিট ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সময় অসাধু চালকদল অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করছিল। ঘটনাটি জানতে পেরে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক, পাশাপাশি পরিবহন চালকদের সাথে কথা বলে যথাযথ ভাড়ার নেওয়ার জন্য অনুরোধ জানাই। ছাত্রদলের সমন্বিত সহযোগিতায় দুষ্টচক্রের অতিরিক্ত ভাড়া আদায়ের সব প্রচেষ্টা বিফল হয় এবং সময়োপযোগী সমাধান নিশ্চিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ ইসলাম শান্ত বলেন, “মানবতার পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির মূল পরিচয়। ছাত্রদল তার কার্যক্রমের মাধ্যমে সেটাই প্রমাণ করছে।”বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে, বিশেষত ভর্তি পরীক্ষার সময়। ছাত্রদল শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এবং দিকনির্দেশনা প্রদান করে, যাতে তারা পরীক্ষার প্রস্তুতি সুষ্ঠুভাবে নিতে পারে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল ধাপের সঠিক ধারণা দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কষ্ট কমানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সহায়তার জন্য বিশেষ কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে তারা প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা পেতে পারেন।

সাইফুল/এমএ

Exit mobile version