Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

অর্থ অভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

অর্থ অভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

জবি প্রতিনিধি: আর্থিক সমস্যার কারণে জবি ভর্তি হওয়ার সুযোগ পেয়েও ভর্তি হতে পারছিলনা  নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। তখন পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা বাসিত। নিজে দায়িত্ব নিয়ে সেই শিক্ষার্থীর ভর্তির কাজ সম্পন্ন করেন।

অর্থ অভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থী বলেন, আমি অনেক কষ্ট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। কিন্তু অর্থ অভাবে ভর্তি হতে পারছিলাম না। তখন বাসিত ভাইয়ের সাথে যোগাযোগ করি তিনি ভর্তি করাই দেন।

জবি ছাত্রদল নেতা বাসিত বলেন, আমাদের এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। যারা এরকম অসচ্ছল অর্থের অভাবে ভর্তি হতে পারছেনা। তাদের আমি ও আমার বন্ধুরা সাহায্য করছি। যখন তার বিষয়টা জানতে পারি সাথে সাথে  তার সাথে যোগাযোগ করে ভর্তির ব্যবস্থা করে দেই। অর্থের অভাবে যেন কেউ পিছনে না পরে।

তিনি আরো বলেন, সে সামনের দিনে সাফল্যের উচ্চ শিখতে পৌঁছাক। তার কোন ছবি যেন ব্যবহার নিউজে ব্যবহার করা না হয়।

নাহিদ ইসলাম সম্রাট/এমএ

Exit mobile version