Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পাবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরিক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৮.৩৮ শতাংশ

পাবিপ্রবিতে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরিক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৮.৩৮ শতাংশ

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতির হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ।

শুক্রবার (০৯ মে ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-১ ও ২, ইঞ্জিয়ারিং ভবন, ড. এম এ ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবন ও মহুয়া ভবনে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো: আব্দুর রহিম জানান, ‘এ’ ইউনিটে পাবিপ্রবি কেন্দ্রে ১১৬৯৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেয় ১০৩৩৭ জন। যা মোট শিক্ষার্থীর ৮৮ দশমিক ৩৭ শতাংশ।

ভর্তি পরিক্ষা শুরু হওয়ার পর পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান,  ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি পরিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা পরীক্ষা কেন্দ্র ও অভিভাবকদের বসার স্থান পরিদর্শন করেন।

পরিক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সার্বিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। তিনি বলেন, “এবার ‘এ’ ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক ভাবে অনেক বেশি। এজন্য আমাদের কাজের পরিধি অনেক বেশি ছিল।  এখানে বেশিরভাগ  উত্তরাঞ্চলের শিক্ষার্থীরাই এসেছেন। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সবার সার্বিক সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”

জাহিদুল ইসলাম/এমএ

Exit mobile version