Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পাবিপ্রবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল 

পাবিপ্রবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল 

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনকে নিষিদ্ধ, আন্তর্জাতিক আদালতে বিচার ও জুলাইয়ের ঘোষণাপত্র জারির দাবিতে গণ জমায়েত ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার  (১০ মে ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি স্বাধীনতা চত্বর, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যায়। প্রধান ফটকে মিছিলটি কিছুক্ষণ অবস্থান করে এরপর শহিদ মিনারে এসে শেষ হয়। 

এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, শাহজালালের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার  সাবধান, জেগেছে রে জেগেছে, জুলাই আবার জেগেছে,  লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, জুলাই আবার ঐক্য করো আওয়ামী লীগকে নিষিদ্ধ কর,  সারা বাংলায় খরব দে আওয়ামী লীগের কবর দে প্রভৃতি স্লোগান দেন। 

সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন আহমেদ বলেন, আজ দুদিন ধরে ঢাকায় আন্দোলন চলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। জুলাই আন্দোলনে ২ হাজার শহীদ হয়েছে, ৩০ হাজারের বেশি আহত হয়েছে। এই যে হত্যাযজ্ঞ হয়েছে এটাই আওয়ামী লীগের জন্য লাল কার্ড। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে  আন্দোলন করতে হচ্ছে এটা আমাদের জন্য  প্রহসন ছাড়া আর কিছুই না। এই সরকারকে বলতে চাই দ্রুত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনকে নিষিদ্ধ, আন্তর্জাতিক আদালতে বিচার ও জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে । 

মজনু আলম বলেন, ” জুলাই আন্দোলনের ৫ আগস্টেই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ কে এদেশে নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশে আর খুনি হাসিনা, খুনি মুজিবের রাজনীতি চলবে না। এই সরকার দুই হাজার শহীদ ও ৩০ হাজার আহতের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে।  এ সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাদের সাথে আতাত করে তাদের যেকোনো নামে, বেনামে পূর্ণবাসনের চেষ্টা করে তাহলে আমরা জুলাই বিপ্লবীরা কখনোই বরদাস করব না।  এই আওয়ামী লীগকে দ্রুতই নিষিদ্ধ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ হবে   আমরা জুলাই বিপ্লবীরা রাজপথ ছাড়বো না।

জাহিদুল ইসলাম/এমএ

Exit mobile version