ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সেইভ’র উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেইভ মূলত শান্তি, সহনশীলতা, বৈচিত্র্যতা প্রচার করে।
শুক্র ও শনিবার (১৬ ও ১৭ ফেব্রুয়ারী) দুই দিনব্যাপী এই কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভের প্রোগ্রাম অফিসার ও রিসার্চ এনালিস্ট মোঃ আবদুল্লাহ আল সায়েদ,গাজী রওশান হাবিব অনিকা, মোঃ মাজহার উদ্দিন ভূইয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেইভ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সোহেল রানা।
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সেইভ সদস্য গোলাম রাব্বানী মারুফ বলেন, এই কর্মশালাগুলির মাধ্যমে আমরা শান্তি, সহনশীলতা এবং বৈচিত্র্যের মূল্যবোধ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস, এই কর্মশালাগুলি নতুন প্রজন্মের মধ্যে নৈতিক নেতৃত্বের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।