রাবি প্রতিনিধি: মহান শিক্ষক দিবস উপলক্ষে ড. শহীদ শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সদস্যরা।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে ড. জোহার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সবুর লোটাসের সঞ্চালনায় ড. শামসুজ্জোহা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচন করা হয়।
আলোচনার সমাপনী বক্তব্যে রাবিসাস সভাপতি তৌসিফ কাইয়ুম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে বাস্তবায়নের আশ্বাস দিয়ে আসছে। তবে কার্যকারী কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। আমরা অনেক দিন ধরেই তার আত্মত্যাগের দিনটিকে জাতীয় শিক্ষক দিবস করার দাবি জানিয়ে আসছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের লেখনির মাধ্যমে দাবি জানিয়ে যাবো।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহ-সভাপতি সাইফুর রহমান ও নোমান ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক আসিফ আজাদ সিয়ামসহ সংগঠনের কার্যকরী ও সহযোগী সদস্যরা।
মাফুজুর রহমান ইমন/এমএ