রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাইন্স ক্লাবের উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়েছে।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’ শীর্ষক চার দিনব্যাপী এই বইমেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।
এসময় বিশ্বিবদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান-উল-ইসলাম, প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির, প্রফেসর মোঃ অবায়দুর রহমান, রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ তারিকুল হাসান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
রাবি সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সায়েম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ সৈকত। এসময় উপাচার্য মহোদয় রাবি সায়েন্স ক্লাবের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ক্লাবের দীর্ঘায়ু কামনা করেন।
সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সায়েম আলম বলেন, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে রাবি সায়েন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর আমরা বই মেলা করে থাকি। অনলাইনে আসক্তির এই সময়ে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ ধরে রাখতে এবং আন্তর্জাতিক মাতৃভাষাকে স্মরণ করেই আমাদের বইমেলার আয়োজন।
এবারের বইমেলায় রয়েছে ২০ টি স্টল। যেখানে প্রায় ২০,০০০ বই আছে। বাংলা উপন্যাস, বাংলা কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামী বই, কমিকস, শিশুতোষ ও কিশোর সমগ্র,অলিম্পিয়াডের বই,ছোটদের মজার বই, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, রাজনৈতিক বই, ইতিহাসের বই, বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স। সেই সঙ্গে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের স্বনামধন্য শিক্ষক, শিক্ষার্থী ও লেখক-লেখিকাদের লিখিত বই নিয়ে একটা বিশেষ স্টল। এছাড়াও বেশ কিছু প্রকাশনী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য: প্রথমা প্রকাশন,জ্ঞানকোষ প্রকাশনী, বাতিঘর প্রকাশনী,পারিজাত প্রকাশনী সহ বিভিন্ন প্রকাশনা ও লাইব্রেরিসমূহ।
বইমেলাটি চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
মাফুজুর রহমান ইমন/এস আই আর