শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
spot_img

রাবিতে মাদারীপুর জেলা সমিতির নেতৃত্বে মতিন তালুকদার ও হারিজ আহমেদ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত মাদারীপুর জেলা সমিতির ২০২৪-২৫ কার্যবছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ৪ টায় নগরীর কাজলা এলাকার সিয়ামুন রেস্তরাঁয় নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের চরুকলা বিভাগের অধ্যাপক মতিন তালুকদারকে সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হারিজ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন,  যুগ্ম সাধারণ সম্পাদক মো : আলাউদ্দিন ও গোলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম  তানবীর,মাফুজুর রহমান ইমন ও সুমাইয়া শুহানী জুই, দপ্তর সম্পাদক তায়েবুর খন্দকার,  কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক রতন বিশ্বাস , উপ-ক্রীড়া সম্পাদক প্রবিন বারৈ। এ ছাড়াও, ছাত্রী বিষয়ক সম্পাদক মুসলিমা ইসলাম, সংষ্কৃতি বিষয়ক সম্পাদক ইসমুত জাহান , ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। 

উল্লেখ্য, মাদারীপুর থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  মাদারীপুর  জেলা সমিতি’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে মাদারীপুরের প্রায় দুই শতাধিক  শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।

মাফুজুর রহমান ইমন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর