Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জানাজা ছাড়াই কবর দিতেন মিল্টন সমাদ্দার

প্রতারণা ও নানা অনিয়মে গ্রেপ্তার ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে নিয়ে এবার সামনে এলো নতুন তথ্য। আশ্রমে থাকা অসহায় মুসলমানদের জানাজা ছাড়াই কবর দিতেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (৫ মে) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

হারুন অর রশীদ বলেন, কবর দেওয়া লোকদের ডেথ সার্টিফিকেট নেননি বা থানাকেও অবগত করেননি সমাদ্দার। ৯০০ প্রাণ নিভে যাওয়ার বিষয়টি সত্য কি না, না কি টাকা ইনকাম করার জন্য কৌশল তা তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, মিল্টন সমাদ্দার অসহায় লোকগুলোকে রাতের অন্ধকারে জানাজা ছাড়া কবর দিয়েছেন। এটা একটা মারাত্মক অপরাধ। আসলেই তাদের কবর দেওয়া হয়েছে কি না তা, তদন্ত করে বের করা হবে।

তিনি আরও বলেন, মিল্টন বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী শিশু ও রোগাক্রান্তদের ধরে আনতেন। তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন, যা এসব মানুষদের পেছনে খরচ করতেন না। বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গ-প্রতঙ্গ কেটে ফেলতেন।

গত বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমে জাল মৃত্যুসনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে মিল্টন সমাদ্দারের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে মিরপুরের পাইকপাড়া এবং বরিশালের উজিরপুরের সাধারণ মানুষজন। এ ছাড়া বুধবার রাতেই রাজধানীতে আনন্দ মিছিল করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। গ্রেপ্তারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকে মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।

Exit mobile version