Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নওগাঁয় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদক মামলায় আলাউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর (মধ্যপাড়া) এলাকার মৃত আব্দাস উদ্দিন মন্ডলের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমানের নেতৃত্বে একটি রেডিং পার্টি আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালায়। আলাউদ্দিনের দেহ তল্লাশি করে লুঙ্গির কোচর থেকে একটি পলিথিনের প্যাকেটের মধ্যে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল খালেক। তিনি বলেন, “এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে, যাতে মাদক কারবারি এবং যুব সমাজ মাদক থেকে নিজেদের বিরত রাখতে পারে।”

মো: এ কে নোমান/এমএ

Exit mobile version