Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সোহরাব গ্রেফতার

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সোহরাব গ্রেফতার

ছবি: কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া কটিয়াদি আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৯ অক্টোবর) তাকে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে, যার দুটিতে তিনি এক নম্বর ও দুটিতে তিন নম্বর এজাহারভুক্ত আসামি।

গ্রেফতারের পর সোহরাব উদ্দিনকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও জানান, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

মাসুম আহমেদ/এমএ

Exit mobile version