Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক: ইলিয়াস কাঞ্চন

কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক: ইলিয়াস কাঞ্চন

সংগৃহীত ছবি

বিশেষ প্রতিনিধি: চলমান কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক বলে দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্রের সাবেক পরিচালক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান, বিশিষ্ট চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) তার ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে দাবি করেন তিনি।

এসময় তিনি বলেন স্বাধীনতার বায়ান্ন (৫২) বছর পর মুক্তিযোদ্ধা প্রজন্মের জন্য কোটা যৌক্তিক নয়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন এরই মধ্যে আমরা অনেক মেধাবী সন্তানদেরকে হারিয়েছি যারা দেশে সুযোগ না পেয়ে বিদেশে চলে গেছে এবং সেসমস্ত দেশের উন্নয়নে কিন্তু তাদের মেধাকে কাজে লাগিয়েছে।

তিনি আরও বলেন চাকরি এবং অনান্য গুরুত্বপূর্ণ জায়গায় যদি মেধার ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয় তাহলে দেশ অনেক বেশি লাভবান ও উপকৃত হবে। পক্ষান্তরে বৈষম্য যদি থাকে দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসার একটা তারতম্য ঘটবে। কাজেই এই প্রজন্মকে দেশপ্রেমিক বানাতে হলে এবং দেশের উন্নয়নের কাজে লাগাতে হলে কোটা সংস্কারের আন্দোলনটি যৌক্তিক।

লাইভ প্রোগ্রাম থেকে কোটা বৈষম্য দূরকরে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা প্রদর্শনপূর্বক এই প্রজন্মকে আর্থিক এবং অন্যান্য খাতে সুবিধা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আব্দুল হালিম/এস আই আর

Exit mobile version