Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের রায়হান

সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৪ এর আসরে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আবু রায়হান ১ম স্থান অর্জন করেছে। এতে অংশ নিয়েছিল বিশ্বের ২৮টি দেশের প্রতিযোগী। রোববার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টায় এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

২ এপ্রিল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সেনেগালের উদ্দেশে রওনা দেন হাফেজ আবু রায়হান। তিনি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার একজন শিক্ষার্থী। গত ডিসেম্বরে লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাইপর্ব। সেখানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত হন রায়হান। মূল প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মিশর ও সেনেগালের প্রতিযোগী।

উল্লেখ্য, ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশনভিত্তিক রিয়েলিটি শো তিজানুন নূর তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও ১ম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিল রায়হান।

এসএ

Exit mobile version