Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ইজতেমার প্রথম‌দিনে বড় জামাতে জুমার নামাজ আদায়ে ময়দানমুখী লাখো মুসল্লি

ইজতেমার প্রথম‌দিনে বড় জামাতে জুমার নামাজ আদায়ে ময়দানমুখী লাখো মুসল্লি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তী‌রে মাওলানা যোবা‌য়ের অনুসা‌রি‌দের দুই ধা‌পের বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ শুক্রবার বেলা দেড়টায় বড় জামাতে অনুষ্ঠিত হবে জুমার নামাজ। নামাজের ইমামতি করবেন আলমি শুরার সদস্য, কাকরাইলের মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। নামাজে তাবলিগের জামাতের মুসল্লি ছাড়াও অংশ নেবেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার অসংখ্য মুসল্লি।। 

ভোর থেকেই ঢাকা ও আশপাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের ভিড় বাড়ে। এরই মধ্যে তুরাগ তীরের মূল ইজতেমা মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। ময়দান অভিমুখে হাতে জায়নামাজ ও টুপি মাথায় মুসল্লিদের জনস্রোত দেখা গেছে।

ময়দানকে ঘি‌রে র‌্যাব, পু‌লিশসহ আ‌য়োজক ক‌মি‌টির পক্ষ থে‌কে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন জানান, এ বছর বিশ্ব ইজতেমার নিরাপত্তা বেশি জোরদার করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা অন্যান্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তায় কাজ করছেন।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

Exit mobile version