Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

তীব্র তাপপ্রবাহের কারণে বিএনপির সমাবেশ স্থগিত

তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। যার কারণে বিএনপির পূর্বঘোষিত আগামী ২৬ এপ্রিলের (শুক্রবার) সমাবেশ স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর সময়সূচি জানিয়ে দেয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়।

এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আগামী ২৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশটি স্থগিত করা হয়েছে।

এর আগে, ২৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপর একই দিনে আওয়ামী লীগও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়।

উল্লেখ্য, তীব্র গরমের কারণে গত ১৯ এপ্রিল সারাদেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক ‘হিট অ্যালার্ট’ জারি করে আবহাওয়া অফিস, যা আজ আরও তিন দিন বাড়ানো হয়।

Exit mobile version