Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

তপ্ত দুপুরে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

প্রচণ্ড তাপদাহের মধ্যে ভর দুপুরে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের আয়োজনে ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাদরেজ জামানের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিক হাওলাদার, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক সওগাত উল ইসলাম সগির, আশরাফ উদ্দিন রুবেল, ইলিম মো. নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সম্পাদক জামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক এবিএম মুকুল, জাভেদ, জাহাঙ্গীর, হাজী নুরুল আলম মোল্লা, আবু জাফর পাটোয়ারি বাদল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ইঞ্জিনিয়ার বশির, শাহাবুদ্দিন সিকদার ডালিম, সালেহ আহমেদ তানসেন, ওমর ফারুক, সম্পাদক মির্জা ইয়াসিন, হুমায়ুন কবির, সাবেক সদস্য মাসুদ রেজা, ঢাবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসানুর রহমান হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল হক জিসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, কামাল হোসেন, সহ সম্পাদক সাব্বির হাওলাদার, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহ পরান, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজ, ছাত্রদল নেতা ডা. মুশফিক, আশরাফুল আসাদ, মাসুমসহ নেতৃবৃন্দ।

Exit mobile version