Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার

প্রতিশোধ বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

জনতার বার্তা ডেস্ক: প্রতিহিংসা, প্রতিশোধের পালা বন্ধ করে ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দীর্ঘ ১৫ বছরের বেশি সময় পর আজ বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন।

এসময় তিনি সংগ্রাম ও রক্তের বিনিময়ে যে তরুণরা বাংলাদেশের নতুন স্বাধীনতা এনেছেন– তাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

হাসপাতালের শয্যা থেকে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলার জন্য আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি; আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য দোয়া করেছেন– সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও স্মরণ করতে চাই– আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ লড়াই-সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদকে জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা এনে দিয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি ও গণতন্ত্রের ধ্বংসের মধ্যে থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল ধর্ম, গোত্রের বাংলাদেশ নিশ্চিত করতে হবে। প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিহিংসা নয়, আসুন জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।

Exit mobile version