স্টাফ রিপোর্টার: ২০১৪ সালের ১২ নভেম্বর কিশোরগঞ্জে জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর আর জেলায় বড় ধরণের কোনো কর্মসূচি পালন করতে পারেনি দলটি। এবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে দীর্ঘ ১০ বছর পর জনসভা করেছে বিএনপি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ জনসভা করছে বিএনপি। আর এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
এ কর্মসূচি সফল করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জনসভাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে দলীয় নেতাদের মাঝে। এবার উজ্জীবিত বিএনপি স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ শো-ডাউন করেছে।
বিকেল ৩টায় জনসভা শুরুর কথা থাকলেও সকাল থেকেই উজ্জীবিত নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল দেখা যায় শহরে। রোদ ও গরম উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন নিয়ে অনেককে সকাল থেকেই স্টেডিয়ামে অবস্থান নিতে দেখা গেছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম জনসভায় সভাপতিত্ব করেন।
মাসুম আহমেদ/এমএ