Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

শ্রদ্ধা পরবর্তী জাতীয় স্মৃতিসৌধে ছাত্রশিবিরের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

শ্রদ্ধা পরবর্তী জাতীয় স্মৃতিসৌধে ছাত্রশিবিরের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পরবর্তী দূষণ সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর শাখা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের সামনের চত্বর থেকে শুরু করে পুরো অঙ্গনের প্লাস্টিক, পলিথিন ও চিপসের প্যাকেটসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতির বীর শহীদদের শ্রদ্ধা জানাতে গতকাল ১৬ ডিসেম্বর সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামে। এসময় কচিকাঁচা, শিশুকিশোর থেকে শুরু করে ব্যাপক মানুষের সমাগমে মুখর হয়ে উঠেছিল পুরো স্মৃতিসৌধ অঙ্গন। দূরদুরান্ত থেকে আগত দর্শনার্থীদের ভীড়ে তিল ধারণের ঠাঁই ছিল না স্মৃতিসৌধে। 

খাবারের মধ্যে পপকর্ণ, বাদাম বিক্রেতা, ফেরিওয়ালাসহ আশপাশের দোকানপাটগুলোর বেচাবিক্রি ছিল চোখে পরার মত। সেই বেচাবিক্রির উচ্ছিষ্ট থেকেই আবর্জনার তৈরি হয়েছিল স্মৃতিসৌধ এলাকায়। ২৫ থেকে ৩০ বস্তা ময়লা পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির জনশক্তি ও কর্মীরা। 

মুঠোফোনে সংগঠনটির জেলা সেক্রেটারি আলমগীর হোসাইন রাকিব জানায়, ‘এটি আমাদের পূর্বঘোষিত সাংগঠনিক কার্যক্রমের দ্বিতীয় দিনের অংশ। গতকাল (১৬ ডিসেম্বর) সারাদিন জাতীয় স্মৃতিসৌধের সামনে বিনামূল্যে ব্লাডগ্রুপ টেস্ট কার্যক্রম বাস্তবায়ন করা হয়। আর আজকে আমাদের দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের নিয়ে পুরো স্মৃতিসৌধ অঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি বাস্তবায়ন করা হয়।’

আজ রাতে সংগঠনটির জেলা সভাপতি আবু সুফিয়ান জুলাই বিপ্লব ও বিজয় দিবস ইস্যুতে ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের একাত্তর আর চব্বিশের গণ-অভ্যুত্থান একই সূত্রে গাঁথা। কারণ, ‘অন্যায় ও জুলুম’ প্রশ্নে কাউকেই ছাড় দেয়নি এদেশের তারুণ্য। আগামীতেও অন্যায়ের সাথে কোনো আপস করবে তরুণরা।’

Exit mobile version