Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। রাত ৯টার পর পরই তিনি ‘ফিরোজা’ ভিলা ত্যাগ করেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

বিএনপির ওই সূত্র মতে, সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।

পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাসহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

Exit mobile version