Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জামায়াত-শিবিরকে মধু দা হ’ত্যার দায় নিতে হবে বলে মনে করেন ছাত্রদল

জামায়াত-শিবিরকে মধু দা হত্যার দায় নিতে হবে বলে মনে করেন ছাত্রদল

আজ রোববার দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংবাদ সম্মেলনে ছাত্রদলের দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগসহ বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জানায় সংগঠনটি। এই সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার(২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ প্রতিবাদ জানান।

ছাত্রদলের দাবি, মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে। মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের অবমাননা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ফলে সেই মধু দা’র ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে মন্তব্য করেন ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক।

তারা বলেছেন, শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবির এর মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।

বিবৃতিতে ছাত্রদল বলেন, ঢাবির ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইট এর হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্রসংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। ফলে শহীদ মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী, তাদের ছাত্রসংগঠন ইসলামি ছাত্রসংঘ, পরবর্তীতে ‘ইসলামি ছাত্রশিবির’ নামে পরিচিত-কে নিতে হবে।

/এমএ

Exit mobile version