Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ছাত্রদলের শ্রদ্ধা নিবেদনের ছবি নিজেদের বলে পোস্ট করলো ছাত্রলীগ

ছাত্রদলের শ্রদ্ধা নিবেদনের ছবি নিজেদের বলে পোস্ট করলো ছাত্রলীগ

অন্যের ছবি নিজের বলে চালিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। এবার স্বাধীনতা দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদনের ছবি নিজেদের বলে প্রচার করলো নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ। ফেসবুক পেজে এ ছবি শেয়ার করে এ ছাত্র সংগঠনটি।

বুধবার (২৬ মার্চ) রিউমার স্ক্যানার এর সত্যতা যাচাই করে এ তথ্য জানিয়েছে। 

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সম্প্রতি একটি কর্মসূচির অংশ হিসেবে মোমবাতি প্রজ্জ্বলন করে। পরে ওই কর্মসূচির একটি ছবি ছাত্রলীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে নিজেদের কর্মসূচির ছবি হিসেবে দাবি করে।

এ ঘটনায় ছাত্রদল নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা। 

তবে ছাত্রলীগের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

/এমএ

Exit mobile version