Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বাংলাদেশি আম্পায়ারদের আরেকটি সাফল্য। আইসিসির আম্পায়ারদের ইন্টারন্যাশনাল প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ আলী খান। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু।

মিঠু বলেন, ‘এটা আরেকটা ভালো সংবাদ। আইসিসি নিশ্চিত করেছে যে মোর্শেদ আলি খান আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের নতুন সদস্য হিসেবে এবং কাজ শুরু হবে দ্রুতই।’

মাসখানেক আগে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এলিট প্যানেলে যুক্ত হন। ফলে সেই পদটি খালি হয় আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে। এবার সেই জায়গায় মোর্শেদকে যুক্ত করেছে আইসিসি।

বাংলাদেশ থেকে এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে রয়েছেন সৈকত। এ ছাড়া আন্তর্জাতিক প্যানেলে রয়েছেন মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ এবং গাজী সোহেল।

এসএ

Exit mobile version