Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বিসিবির নতুন কোচ হচ্ছেন মালান!

২০২৩ সালের মে মাস থেকে বাংলাদেশর এইচপি’র হেড কোচ হিসেবে কাজ করছিলেন হেম্প। তবে গত ২৭ ফেব্রুয়ারি তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এরপর থেকেই খালি পড়ে আছে এইচপি’র শীর্ষ পদটি। আর এ পদটির জন্য আবেদন করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হেইনরিখ মালান। এমনটায় জানায় ক্রিকবাজের এক প্রতিবেদনে।

মে মাসের মাঝখান থেকেই শুরু হওয়ার কথা এইচপি ক্যাম্পের। যে কারণে হেড কোচ খুঁজে বের করতে কিছুটা তাড়াহুড়োই করছে বিসিবি। এই ব্যাপারে এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘আমরা শর্টলিস্ট কোচদের এইচপি ইউনিটের জন্য সাক্ষাৎকার নেব। আগামী সপ্তাহে তাদের ডাকা হতে পারে।

এদিকে আয়ারল্যান্ডের হেড কোচ মালানকে যদি বিসিবি এইচপির হেড কোচ হিসেবে নিয়োগ দেয় তাহলে সহসাই দলের সঙ্গে যোগ দিতে পারবেন না তিনি। কেননা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পুরো জুন মাসই দলের সঙ্গে থাকতে হবে তাকে।

শুধু মালান নয়, এই পদে আবেদন এসেছে আরো একাধিক। ইতোমধ্যে প্রধান কোচের দৌড়ে আগ্রহীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। তাদের মাঝে গাভান টোয়াইনিং (অস্ট্রেলিয়া), নাথান হারিজ (অস্ট্রেলিয়া) ও পল অ্যাডামস (দক্ষিণ আফ্রিকা) অন্যতম। তবে তাড়াহুড়ো নয়, ভেবেচিন্তেই নতুন কোচ নিয়োগ দিতে চায় বিসিবি।

Exit mobile version