Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি

বেতন না পেয়ে ১৫ জানুয়ারি অনুশীলন বর্জন করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। সংগৃহীত ছবি

মাঠের খেলা নিয়ে যতটা না আলোচনা, এবারের বিপিএলে তার চেয়ে বেশি আলোচনা অনিয়ম নিয়ে। স্পট ফিক্সিংয়ের তির তো আছেই, বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের বকেয়াও পরিশোধ করছে না।

বেতন না পেয়ে দুর্বার রাজশাহীর প্লেয়াররা কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন, দলটির শ্রীলঙ্কান রিক্রুট লাহিরু সামারাকুন তো বিসিবিতে অভিযোগই দিয়েছেন। এই বিতর্কে জড়িয়েছে চিটাগং কিংসও।

চিটগং কিংসের পারভেজ হোসেন ইমন এখনও বেতন পাননি। এর ব্যাখ্যায় দলটির মালিক সামির কাদের চৌধুরী বলেন, ‘যেকোনো একটা ব্যক্তিগত কারণেই ইমন পেমেন্ট পায়নি। সবাই পেয়েছে, ও পায়নি যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। সেই সুযোগটা হয়নি আরকি। আমার সঙ্গে কথা হয়েছে।’ কিছুদিন আগে সময় সংবাদে খবর হয়েছিল, শ্রীলঙ্কান পেসার বিনোরা ফার্নান্দোর অর্থ নিয়েও গড়িমসি করছে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি।

বিসিবি জানিয়েছে, তারা এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড মিটিং করেছে সংগঠনটি। মিটিং শেষে জানা গেছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু পেয়েছেন মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব আর গ্রাউন্ডস কমিটির দায়িত্ব মাহবুব আনামের কাঁধে।

তারা দুজন মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই মিঠু জানান, বেতন সংক্রান্ত ইস্যুতে তারা প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছেন। মিঠু বলেন, ‘সব ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু ডাকা হয়েছে। যাতে এরকম অবস্থা না হয়, একটা তো হয়ে গেছে। কার দোষ আমরা সেখানে না যাই, ঘটনা ঘটেছে।’

মাহবুব আনাম বলেন, ‘চুক্তি অনুযায়ী আমরা ব্যাপারটাকে ডিল করছি, পত্র দিয়েছি। চুক্তি অনুযায়ী যেন ব্যাপারগুলো সমাধান করা হয়। আমরা সব কার্যক্রম করছি এবং আগামী ৪৮ ঘণ্টা সেই কার্যক্রম চলমান থাকবে।’

Exit mobile version