শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
spot_img

১১৪ রানের টার্গেটে শুরুতে সাজঘরে তামিম-লিটন

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নামেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজুমল হোসেন শান্ত। কাগিসো রাবাদার ওভারে পরপর দুই বলে দুই বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন তামিম।

তবে সেই ওভারের শেষ বলে উইকেটের পেছনে কুইন্টন ডি ককের হাতে ধরা পড়েন তামিম (৯)। কেশভ মহারাজের প্রথম বলে আউট হন লিটন (৯)।

এর আগে ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেনের অর্ধশত রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান করে প্রোটিয়ারা।

তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের গতিময় বোলিংয়ে দুর্দান্ত শুরু হয়েছিল বাংলাদেশের। দুই পেসারের দাপুটে বোলিংয়ে মাত্র ২৩ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা।

সেখান থেকে প্রোটিয়াদের ম্যাচে ফেরান মিলার ও ক্লাসেন। দুজনের অর্ধশত রানের জুটিতে লড়াকু পুঁজি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও সুযোগ দিয়েছিলেন মিলার। মাহমুদউল্লাহ রিয়াদের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন বাঁহাতি এ ব্যাটার।

১৬ বলে ১৩ রানে ব্যাট করতে থাকা মিলারের সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন উইকেটকিপার লিটন কুমার দাস। ক্লাসেনকে নিয়ে ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ৪৬ রানে তাসকিনের বলে বোল্ড হন ক্লাসেন। আর ব্যক্তিগত ২৯ রানে রিশাদ হোসেনের বলে বোল্ড হন মিলার।

এর আগে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রিজা হেনড্রিকস দিয়ে শুরু তানজিমের আঘাত। ডানহাতি এই ওপেনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। দলীয় ১৯ রানে দ্বিতীয় উইকেট হারায় প্রোটিয়ারা। ১১ বলে ১৮ রান করা কুইন্টন ডি কককে বোল্ড করেন ডানহাতি এ পেসার।

এরপর দক্ষিণ আফ্রিকার শিবিরে আঘাত হানেন তাসকিন। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে বোল্ড করেন বাংলাদেশের সহঅধিনায়ক। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে আগে ব্যাট করতে নামা প্রোটিয়াদের সেই চাপ আরও বাড়ান তানজিম। তার বলে কাভারে ট্রিস্টান স্টাবসের ক্যাচ লুফে নেন সাকিব আল হাসান। চতুর্থবারের মতো ২৩ বা এর কম রানে চার উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তানজিম। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। ৪ ওভারে ১৯ রান দিয়ে তাসকিনের শিকার ২ উইকেট।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর