শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

একদল নেমেছিল শিরোপা ধরে রাখতে। দলটা বাংলাদেশ। আরেকদলের লক্ষ্য ছিল শিরোপা ফিরে পাওয়ার। দলটা ভারত। দুই দলের এই লড়াইয়ে জিতলো বাংলাদেশ। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। রোববারের (৮ ডিসেম্বর) ফাইনালে ৫৯ রানে তারা হারালো শক্তিশালী ভারতকে। যে ভারত এই টুর্নামেন্টে আটবারের চ্যাম্পিয়ন!

পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট শুরু হলেও এর পরের তিন ম্যাচে ভারত কোনো প্রতিপক্ষকেই পাত্তা দেয়নি। জাপান আর সংযুক্ত আরব আমিরাত তো ধারে-ভারেই ভারতের চেয়ে অনেক পিছিয়ে, সেমিফাইনালে শ্রীলঙ্কাকেও গুঁড়িয়ে দিয়েছে ভারত। সে পথে আইপিএলে দল পেয়ে সাড়া ফেলে দেওয়া ১৩ বছরের কিশোর ভৈবভ সুরিয়াভানশি ব্যাট হাতে ঝড় তুলছিল। দুবাই স্টেডিয়ামে আজ ফাইনালে তাই বাংলাদেশের সামনে ভারতকে বড় হুমকিই মনে হচ্ছিল।

তা ভারত টুর্নামেন্টে দাপট দেখিয়েছে ঠিকই, বাংলাদেশও কী কম গেছে নাকি! গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে শেষ ম্যাচে হারলেও তার আগেই আফগানিস্তান আর নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ, এরপর সেমিফাইনালে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে।

টসে হেরে দুবাইয়ের এই ফাইনালে বাংলাদেশ ব্যাট করতে নামে। ৪৯.১ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৯৮ রানে। খুব ভালো বা বড় কোনো স্কোর একে বলার উপায় নেই। কিন্তু ভারত এই রান তাড়া করতে নেমেই যে ভেস্তে গেল বাংলাদেশের পেস বোলিংয়ের ঝড়ে। ১৩৯ রানে শেষ ভারতের ইনিংস। ফাইনাল জিতলো বাংলাদেশ ৫৯ রানের বিশাল ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর-বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.১ ওভারে ১৯৮/১০ (জাওয়াদ ২০, কালাম ১, আজিজুল ১৬, শিহাব ৪০, রিজান ৪৭, দেবাশিস ১, ফরিদ ৩৯, সামিউন ৪, আল ফাহাদ ১, মারুফ ১১*, ইমন ১; যুধাজিৎ গুহ ৯.১.-১-২৯-২, চেতান ১-০-০-৪৮-২, নিখির ৫-১-১৩-০, কিরান ৭-০-১৯-১, হার্দিক ১০-০-৪১-২, কার্তিয়া ৭-০-৩৭-১, আয়ুশ ১-০-৯-১)।

ভারত অনূর্ধ্ব-১৯: ৩৫.২ ওভারে ১৩৯/১০ (আয়ুশ ১, বৈভব ৯, সিদ্ধার্থ ২০, কার্তিয়া ২১, আমান ২৬, নিখিল ০, হারভানশ ০, কিরান ১, হার্দিক ২৪; মারুফ ৬-০-২৩-২, ফাহাদ ৮-০-২৩-১, রিয়াজ ৮-২-১৩-০, ইমন ৭-১-২৪-৪, সামিউন ৫-০-১৫-০, আজিজুল ২.২-১-৮-৩)।

ফল: ফাইনালে ৫৯ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা: ইকবাল হোসেন ইমন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর