শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
spot_img

ঈদে ব্যতিক্রমী খেলার আয়োজন করলো পাকুন্দিয়াবাসী

স্টাফ রিপোর্টার: গ্রাম অঞ্চলে ১০ম বারের মতো কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আয়োজিত হয়েছে আন্তর্জাতিক ওয়াটার পলো খেলা। 

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের হরশী বড়বাড়ি পুকুরে ‘ভয়েস অব পাকুন্দিয়া’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ‘এসো সমাজ গড়ি সংঘ’এর সার্বিক সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় চাচা একাদশ বনাম ভাতিজা একাদশ।

এ খেলা দেখতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে যোগ দেয় শত শত মানুষ। খেলায় ৪-০ গোলে বিজয়ী হয় ভাতিজা একাদশ।

এর আগে গত ৯ বছর ধরে ওয়াটার পোলো খেলা গ্রাম অঞ্চলে আয়োজন করে আসছে ‘এসো সমাজ গড়ি সংঘ’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। এ খেলা প্রতিবছর ঈদুল আযহার দ্বিতীয় দিন আয়োজন হয়ে থাকে, যা ইতিমধ্যে ব্যাপকভাবে সারা ফেলেছে। 

এ সময় কিশোরগঞ্জের প্রাণিসম্পদ কর্মকর্তা মুখলেছুর রহমান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদিন ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান, মাহবুবে খোদা সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, খাগড়াছড়ির ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মহিউদ্দিন আযমী।

খেলা শেষে সেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব পাকুন্দিয়া’র পক্ষ থেকে ৫ জন হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মাসুম আহমেদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর