শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

জমকালো আয়োজনে ঈশ্বরদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জমকালো আয়োজনের মধ‍্য দিয়ে মরহুম আব্দুস সোবাহান মাস্টার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।

‎টুর্নামেন্টের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম। পরে জয়নগর গোলস্টার ছাত্রসংঘ কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ।

‎অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আর আর পি গ্রুপ অব কোম্পানির পরিচালক, মোঃ রফিকুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান সুমন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রতন, ঈশ্বরদী উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মোঃ এনামুল হক,‌ সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সলিমপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউ.পি সদস্য মোঃ আসাদুল হক আশা,
‎সলিমপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড ইউ.পি সদস্য মোঃ ওহিদুজ্জামান, ঈশ্বরদী উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাফিস আহমেদ আরিফ, সাংবাদিক ও সমাজসেবক মোঃ খায়রুল বাসার মিঠু, সেলিম রেজা, মোঃ নবাব আলী, মোঃ শাহাদত মালিথাসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, বর্তমান সমাজে তরুণদেরকে গ্রাস করেছে মাদক, আর সেই মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে হলে ধারণ করতে হবে খেলাধুলা। পরবর্তীতেও এ ধরনের টুর্নামেন্টের আয়োজনের কথা বলেন তিনি।

‎উদ্বোধনী খেলায় অংশ নেয়, শ্যামপুর জুনিয়র এসিবি একাডেমি ও জয়নগর ফ্রেন্ডস ক্লাব।

সিয়াম রহমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর