শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে স্কুল ছাত্রীকে অপহরণ করে ১০ দিন ধরে ধর্ষনের অভিযোগ

সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে আটকিয়ে রেখে ১০ দিন ধরে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা করেছে শিক্ষার্থীর বাবা।

গতকাল মঙ্গলবার (৭ মে) রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন।

অভিযুক্ত মোঃ নাজিম প্রামানিক (৩২) ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী দালালপাড়ার মোঃ আলম প্রামানিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকালে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার সময় মো. নাজিম প্রামানিক তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীটির মুখ বেঁধে অপহরণ করে। অপহরণকারী নাজিম প্রামানিক ওই শিক্ষার্থীকে ঈশ্বরদী শহরের মশুরিয়াপাড়াস্থ নিশান-কংকা রাশিয়ান মেস সংলগ্ন কফিল উদ্দিনের মেসের দ্বিতীয় তলায় আটকিয়ে রেখে ১০ দিন ধরে ধর্ষণ করে আসছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই বিষয়ে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। শিক্ষার্থীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য মেডিককেলে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর