শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে সেলুনের আড়ালে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক

সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে সেলুনের দোকানের আড়ালে ইয়াবা বিক্রির সময় ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৮ মে) রাত ৮টায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা গ্রীনসিটির সামনে ‘আল্লাররস্তে হেয়ার কাটিং’ থেকে তাকে আটক করা হয়।

আটক কদম (৩০) ঈশ্বরদী পৌর এলাকার ফতেমোহাম্মদপুরের মৃত ইউনুছের ছেলে।

ঈশ্বরদী থানার পুলিশ কন্সটেবল মো. আবদুল্লাহ জানান, সেলুনের দোকানের আড়ালে ওই দোকানের মালিক মো. কদম দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় দ্রব্য মাদক ইয়াবার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে তিনি ওই দোকানের সামনে অবস্থান করছিলেন। এসময় সেলুনের মালিক কদম দোকানের সামনে একটি ঔষধের প্যাকেটের ভিতর চকলেটের মোড়কে জড়ানো ইয়াবা দুজনের কাছে বিক্রি করছিল। সেসময় কদমকে ১৩ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করতে পারলেও ওই দুজন পালিয়ে যান।

তিনি জানান, আটকের পর থানার এসআই সুব্রত কুমারকে জানানো হলে ইয়াবা সহ ওই মাদক ব্যবসায়ীকে তিনি থানায় নিয়ে আসেন। তিনি বলেন, ইতিপূর্বেও এই সেলুন থেকে মাদক সহ কদম আটক হয়েছিল। কিছুদিন জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর