সোমবার, আগস্ট ২৫, ২০২৫
spot_img

নিশান গেড়ে জব্দকৃত বালু উধাও,তবু নিরবতা প্রশাসনের

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদীতে লাল নিশান গেড়ে প্রশাসনের জব্দকৃত অধিকাংশ বালু উধাও হয়ে গেছে। গেড়ে রাখা লাল নিশানের অস্তিত্ব পর্যন্ত নেই। তবু রহস্যজনক নিরবতা প্রশাসনের নানা প্রশ্নের উদ্রেক করেছে। 

গত ৪ মার্চ মনোহরদী- সনমানিয়া ব্রীজ সংলগ্ন স্থানে ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলিত প্রায় ২০ হাজার ঘনফুট বালু আটক হয় প্রশাসনের হাতে। মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আটককৃত এ বালু জব্দ করে সেখানে লাল নিশান গেড়ে রাখা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নোত্তের প্রায় ২০ হাজার ঘনফুট বালু সেখানে জব্দ করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি)। কিন্তু কিছুদিন না যেতেই সে বালুর অধিকাংশ  রাতারাতি সেখান থেকে উধাও হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

গত ১৩ মে ঘটনাস্থলে গিয়ে এর পূর্ণ সত্যতা মেলে। তদুপরি এ বিষয়ে প্রশাসনের রহস্যজনক নীরবতা এখানকার জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে।

এ ব্যাপারে মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর জানান, বালু জব্দ করে লাল নিশান গেড়ে আসার পর আর খোঁজ নেয়া হয়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সাইফুর রহমান আকন্দ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর