রবিবার, আগস্ট ২৪, ২০২৫
spot_img

কুবি থিয়েটারের এক যুগ পূর্তিতে তিনদিনের নাট্য উৎসব

কুবি প্রতিনিধি: এক যুগ পূর্তিতে ৩ দিন ব্যাপি নাট্য উৎসবের আয়োজন করছে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬ ঘটিকায় এক সংবাদ সম্মেলনের বাধ্যমে বিষয়টি জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়। উৎসবটি চলবে ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত।

আনুষ্ঠানের প্রথম দুইদিন সন্ধ্যা ৬ টা থেকে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৪। প্রথম দিন(৪ জুলাই) প্রদর্শিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক “মাল্যধান”। নির্দেশনায় থাকবে ইশতিয়াক আহমেদ ও গুলশান পারভীন সুইটি। নাটকটি পরিবেশন করবে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

দ্বিতীয় দিন( ৫ জুলাই) প্রদর্শিত হবে, মৃনাল মুখোপাধ্যায়ের রচিত নাটক ” যুযুধান” জীবন অধিকারীর নির্দেশনায় পরিবেশন করবে মছলন্দপুর ইমন মাইমসেন্টার,কলকাতা,ভারত। তাছাড়া অনুষ্ঠানের শেষ দিন( ৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় হবে পূনর্মিলনী ২০২৪ এবং নবীণ বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠান।

এই বিষয়ে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, গত ১৪ এপ্রিল ২০২৪ থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক যুগ পূর্ণ করে ১৩ তে পদার্পন করেছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা তখন উদযাপন করতে পারিনি। তাই যুগান্তরের সন্ধিক্ষণে আমরা আয়োজন করছি যুগান্তর নাট্য উৎসব ২০২৪।

আবু হানিফ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর