শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

সান্তাহার প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার প্রেস ক্লাবের নির্বাচনে তোফায়েল হোসেন লিটন সভাপতি ও সাগর খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল (১৩ ডিসেম্বর) শুক্রবার ভোট গ্রহণ ও গণনা শেষে দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফলাফল ঘোষনা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে একুশে টেলিভিশনের প্রতিনিধি রায়হানুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক হিসেবে যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন ও সদস্য হিসেবে সংগঠনের সদস্য আবু বক্কর সিদ্দিক বক্কর দ্বায়িত্ব পালন করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রায়হানুল ইসলাম রতন জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। এরপর ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।  সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ওই পদে ভোট গ্রহণ করা হয়নি। মোট ভোটার ছিলেন ১৯ জন।

এদিকে নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মাঝে উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পদক শিগগিরিই ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও পরিচিতি সভার আয়োজন করবেন বলে জানানো হয়।

আবু বকর সিদ্দিক বক্কর/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর