শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

পাকিস্তানিদের তাড়িয়ে ভারতের গোলামী করার জন্য দেশ স্বাধীন করিনি: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, আমরা ১৯৭১ সালে পাকিস্তানকে পরাজিত করেছি, আর ২৪ এর জুলাই-আগস্টে ভারতকে পরাজিত করেছি৷ স্বাধীন সার্বভৌম দেশকে নিয়ে ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদরা যেভাবে মিথ্যাচার করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি, আমরা এই সরকারের পেছনে রয়েছি। পতিত ফ্যাসিস্টরা নতুন করে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। দেশে অশান্ত সৃষ্টি করতে নানারকম চেষ্টা অব্যাহত রেখেছে তারা। 

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের নামফলকের সামনে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের পতাকাকে নিয়ে কোন ছিনিমিনি খেলতে দেয়া হবে না৷ এক দেশকে আমরা ভারতের পদানত হতে দিব না৷ এক দেশকে যারা ভারতের কাছে পদানত করেছিল, তারা দেশের শত্রু। এই দেশে যারা গুম হত্যার রাজনীতি কায়েম করেছিল, তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। ভারতকে স্পষ্টভাবে বলতে চাই, ভারত যদি কোন উসকানিমূলক কর্মকান্ড করে তাহলে বাংলাদেশের ১৮ কোটি মুসলমানের ৩৬ কোটি হাত দিয়ে তা কঠোর জবাব দিবে। প্রয়োজনে তাদেরকে প্রত্যাখান করব৷ 

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারবে না। আমরা পাকিস্তানিদের তাড়িয়ে ভারতের গোলামী করার জন্য দেশ স্বাধীন করিনি৷ ভারতকে চিন্তা করতে হবে, আমরা তাদের বিভিন্ন পন্যদ্রব্যের ক্রেতা। আমরা তাদের কাছে এসব পন্যদ্রব্য না আমদানি করি, তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানায়, ভারত যদি এমন উসকানিমূলক কর্মকান্ড অব্যাহত রাখে, তাহলে চীন ও পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে। 

তিনি আরও বলেন, গত ১৫ বছর আ.লীগ ও তাদের দোসররা নেশা করে মদ খেয়ে পবিত্র শহীদ মিনার অপবিত্র রেখেছিল। আমরা গত ১৫ বছরে শহীদ মিনারে প্রাণ খুলে বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করতে পারিনি। আজকে স্বতঃস্ফূর্তভাবে কোন ধরনের পুলিশ সেনাবাহিনী র‍্যাবের অনুপস্থিতিতে হাজার হাজার মানুষ এসেছে ফুল দিতে। আমরা দেশকে, দেশের স্বাধীনতাকে ভালোবাসি। আমরা দিল্লীর গোলামী করতে চাই না৷ জুলাই-আগস্টের যে ক্ষত তার রক্ত এখনো শুকায়নি৷ এখনো শহীদদের আত্না ডুকরে ডুকরে কাঁদছে। তাই আ.লীগকে এতো সহজে ছেড়ে দেয়া হবে না৷ সকল অন্যায় জুলুমের বিচার করা হবে। 

আ.লীগের দোসরদের সহযোগিতা করলে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগকে দেশের শত্রু বিবেচনা করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার পাশাপাশি আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বিএনপি নেতা হারুনুর রশীদ। 

এর আগে জেলা শহরের পাঠানপাড়াস্থ চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষকদের আহ্বায়ক তাসেম আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মো:হানিফ মেহমুদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর