যবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন চাকরির সুযোগ পেতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলের ডাইনিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উক্ত হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ মর্মে একটি বিজ্ঞপ্তিও দিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে মুন্সী মেহেরুল্লাহ হলের হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্য হতে কিছু সংখ্যক শিক্ষার্থীকে খন্ডকালীন কাজের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ২৩ ডিসেম্বরের মধ্যে হল অফিসে আবেদন পত্র দেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে মুন্সী মেহেরুল্লাহ হল প্রভোস্ট ড. মো: আব্দুর রউফ সরকার বলেন, আমাদের হলটি বিশ্ববিদ্যালয়ের একটি বৃহৎ আবাসিক হল, এখানে ডাইনিং পরিচালনা সংশ্লিষ্ট কাজে জড়িত থেকে শিক্ষার্থীরা একটি গঠনমূলক কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এই ধরনের খণ্ডকালীন চাকরির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ক বাস্তব জ্ঞান এবং যোগ্যতা অর্জিত হবে । তিনি আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এই খন্ডকালীন চাকরি করে নিজেদের পড়াশোনার ব্যয় কিছুটা হলেও বহন করতে পারবে।
সেফা খানম/এমএ