জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জাবি শাখা।
সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন ইউনিটে ভর্তির আবেদন ফি ৫০০ থেকে ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটে ফি ৯০০ টাকা, ‘ই’ ইউনিটে ৭৫০ টাকা, এবং অন্যান্য ইউনিটে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জাবি ছাত্র অধিকার পরিষদ, এই উচ্চ ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “এত বেশি ফি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর প্রবল আর্থিক চাপ সৃষ্টি করবে এবং শিক্ষাকে বাণিজ্যিকীকরণে উৎসাহিত করবে। সুতরাং, শিক্ষা কোনোভাবেই ব্যবসার উপকরণ হতে পারে না; এটি একটি মৌলিক অধিকার।”
এছাড়াও, ভর্তি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের দাবিও ওঠেছে। সংগঠনটি দাবি করেছে, অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করলে তা শিক্ষার্থীদের জন্য ন্যায্য ও সুষম প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করবে। সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১লা জানুয়ারি সকাল সাড়ে দশটায় শুরু হয়ে শেষ হবে ২১ই জানুয়ারি রাত ১২টায়। ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ৯ই ফেব্রুয়ারি থেকে ১৯ই ফেব্রুয়ারি। এ বছর ১০টি ইউনিটে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।