জাবি প্রতিনিধি: এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের কিছুসংখ্যক শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শিক্ষার্থীদের নিজস্ব সংগঠন ’৫১’র শক্তি’র আয়োজনে ‘শীতবস্ত্র বিতরণ’ কর্মসূচি পালন করেন তারা।
সংগঠনের শিক্ষার্থীরা জানান, “শীতের তীব্রতা বাড়লেও পথে থাকা কিছু মানুষ যেন উষ্ণতার ছোঁয়া পায় সেই লক্ষ্যে উক্ত কর্মসূচিতে আমরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করেছি। এরমধ্যে একটি গ্রুপ যাই সাভার, পাকিজা এবং হেমায়েতপুর সংলগ্ন ওভারব্রিজ গুলোতে থাকা হতদরিদ্র মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে। অন্য একটি গ্রুপ বিশমাইল, নবীনগর, ধামরাই ও কালামপুর সংলগ্ন ওভারব্রিজগুলোর উদ্দেশ্যে এবং সর্বশেষ গ্রুপটি কুটুরিয়া থেকে জিরাবো পর্যন্ত থাকা হতদরিদ্রদের জন্য শীতবস্ত্র বিতরণ করি। এভাবে আমরা এক দিনেই শতাধিক শীতবস্ত্র বিতরণ করি।”
শিক্ষার্থীরা আরও জানান, ‘৫১’র শক্তি’ সংগঠন থেকে প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করে থাকে। এছাড়াও বছরের বাকি সময়গুলোতেও তাদের কার্যক্রম স্পষ্টভাবে লক্ষণীয় থাকে।
মো.আরিফ হোসেন/এমএ