রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে ও.পি.এ

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: শীতের কষ্ট দূর করতে মানবতার বার্তা পৌঁছে দিতে এগিয়ে এসেছে অর্গানাইজেশন অফ পিস এসোসিয়েশন (ও.পি.এ)।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় সিদ্বিরগঞ্জ মিজমিজি বাতানপাড়া এলাকায় অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা উপেক্ষা করে ও.পি.এ-এর উদ্যোগে অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে বিপুল সংখ্যক শীতার্ত মানুষ উপকৃত হয়েছেন।

এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সানজিদ ইসলামী ইষাৎ, মাহমুদুল হাসান, রিজভী হোসেন, নাহিদ হাসান, তাসিন চৌধুরীসহ আরও অনেকে। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা দ্বীন ইসলাম, মুহতামিম, পাইনাদী দারুল উলুম কওমি মাদ্রাসা। আলহাজ্ব আব্দুল হালিম জুয়েল, সভাপতি, মিজমিজি বাতান পাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদ কমিটি। হাজী মোঃ শফিউদ্দিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃ জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, মিজমিজি বাতান পাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদ কমিটি, মোহাম্মদ আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃ শহীদুল ইসলাম, এমডি, মেন্স ওয়াল্ড।

ও.পি.এ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শীতার্তদের মুখে সামান্য হাসি ফোটানো এবং তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা। সংগঠনটি ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কম্বল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী এবং যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সবার সমর্থন ও দোয়া কামনা করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে অর্গানাইজেশন অফ পিস এসোসিয়েশন, যা মানুষের মধ্যে সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করেছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর