বুধবার, আগস্ট ২০, ২০২৫
spot_img

গফরগাঁওয়ে সন্ত্রা’সী হা’মলায় সাংবাদিক আহত

আব্দুল হালিম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে সাংবাদিকের ওপর অতির্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পাগলা থানার দত্তের বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় জনগণ জানায়, টিসিবির পণ্য বিতরণ কালে একদল সন্ত্রাসী জোরপূর্বক টিসিবির পণ্য ছিনিয়ে নেওয়ার সময় দৈনিক ভোরের চেতনা পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি হানিফ সাংবাদিক মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে তারা এ ঘটনা ঘটায়।

আহত সাংবাদিক হলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি মোঃ হানিফ খান।

এ ঘটনায় আহত সাংবাদিককে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গফরগাঁওয়ে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত,খবর পেয়ে পাগলা থানা পুলিশ ও স্থানীয় জনগণ  তাকে উদ্ধার করে গফরগাঁও  সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর