শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

বাকৃবির কেন্দ্রীয় গবেষণাগারে আধুনিক ফ্রিজিং ইউনিটের উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে দুটি “মাইনাস ৮৬ ডিগ্রি সেলসিয়াস ফ্রিজার” স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এই ফ্রিজিং ইউনিটের উদ্বোধন করেন।

এসময় বাকৃবির মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানসহ আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ।

এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ফ্রিজারগুলোর সঠিক ব্যবহারের নিমিত্তে সংশ্লিষ্ট স্টাফদের যথাযথ ট্রেনিংয়ের ব্যবস্থা নিতে হবে। ছাত্র, শিক্ষক ও গবেষকগণ এগুলো যেন সহজেই ব্যবহার করতে পারে সেদিকে গুরুত্ব দিতে হবে এবং অত্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের মূল্যবান সচল যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় থাকলে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্রীয় গবেষণাগারে প্রতিস্থাপন করা যেতে পারে।

জানা গেছে, ফ্রিজার ইউনিটটি চালু হওয়ায় বাকৃবির শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় গবেষণা নমুনা -৪০° সেলসিয়াস থেকে -৮৬° সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করার সুযোগ পাবেন। তবে, এ সুবিধা ব্যবহার করতে হলে কর্তৃপক্ষ নির্ধারিত সেবা ফি দিতে হবে।

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর