রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

জাবিতে ‘Introductory R’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত; গবেষণায় আরও একধাপ আগানোর সুযোগ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদেরকে গবেষণা ও ডাটা বিশ্লেষণে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৮ই ফেব্রুয়ারি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ’ কর্তৃক ‘Introductory R’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালাটি পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসাইনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে পরিচালিত হয়। কর্মশালার সূচনা বক্তব্যে তিনি গবেষণায় ‘R প্রোগ্রামিং’ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া তিনি ধাপে ধাপে R এর মৌলিক ধারণা, ডাটা বিশ্লেষণের কৌশল ও গবেষণার ক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন। মূলত গবেষণা-মনস্ক শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধি করা ও তাদের গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে কর্মশালাটি পরিচালিত হয়।

প্রায়োগিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কর্মশালার দ্বিতীয় পর্যায়ে একটি হাতে-কলমে প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয়। যেখানে অংশগ্রহণকারীরা ‘R প্রোগ্রামিং’ এর বিভিন্ন কৌশল অনুশীলন করেন এবং বাস্তব গবেষণামূলক সমস্যার সমাধানে সফটওয়্যারটির ব্যবহার শেখেন। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাটি সফলভাবে অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপ্তিতে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, উক্ত কর্মশালাটির আহ্বায়ক ছিলেন জাবি গবেষণা সংসদের প্রেস এন্ড পাবলিকেশন সম্পাদক (আন্তর্জাতিক সম্পর্ক-৫১) মোছা. সামিহা আক্তার সালমা এবং সহ-আহ্বায়ক ছিলেন অনুষ্ঠান ও পরিচালনা সম্পাদক (ফার্মেসি-৫১) তনিমা রহমান তিথি।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ক্লাবের সভাপতি আল আমিন বিজয় বলেন, “গবেষণা হলো জ্ঞান অর্জন ও নতুন আবিষ্কারের মূল চাবিকাঠি। বিশ্বমানের একাডেমিক উৎকর্ষতা অর্জনের জন্য গবেষণার বিকল্প নেই। আর গবেষণার জন্য পরিসংখ্যান ও উপাত্ত বিশ্লেষণের বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার জানা অনেক গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ শিক্ষার্থীদের গবেষণামুখী করতে কাজ করে যাচ্ছে। আমরা হয়তো একদিনের ওয়ার্কশপে সব শিখিয়ে দিতে পারব না কিন্তু শিক্ষার্থীদের চিন্তাশীল করতে বা জানার আগ্রহ তৈরি করতে ভুমিকা রাখতে পারব।”

তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ভবিষ্যতেও গবেষণাভিত্তিক শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অব্যাহত রাখবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের গবেষণার জগতে আরও সুদৃঢ়ভাবে প্রবেশের সুযোগ করে দেবে এবং ভবিষ্যতে দেশের গবেষণাখাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”

মোঃ আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর